দেড় মাস পর সেনসেক্স ২৭ হাজারে

sensexস্টকমার্কেট ডেস্ক :

টানা ছ’দিন ধরেই চাঙ্গা ভারতের শেয়ার বাজার। বুধবার সেনসেক্স প্রায় ১০৩ পয়েন্ট বেড়ে টপকে যায় ২৭ হাজার অঙ্ক। দৌড় শেষ করে ২৭,০৩৫.৮৫ পয়েন্টে। প্রায় দেড় মাস বাদে ২৭ হাজারে সেনসেক্স। এই নিয়ে গত ছ’দিনে সেনসেক্স বেড়েছে ১৪১৯ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ২৪.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮১৭৭.৪০ পয়েন্টে।

রিজার্ভ ব্যাংক সুদ কমানোর পর থেকেই বাড়ছে ভারতের শেয়ারবাজার। রঘুরাম রাজনের এই সিদ্ধান্তের জেরে ঋণে সুদ কমাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যা শিল্পে প্রাণ ফেরার আশা জাগিয়ে টেনে তুলছে সূচককে। তবে রাজনের দাওয়াই ছাড়াও এ দিন বাজারের উত্থানের পিছনে কাজ করেছে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি।

বিশ্ব বাজারে ঝিমিয়ে থাকা তেলের দর চাঙ্গা হয়ে ওঠায় ভারতে তেল খনন সংস্থাগুলির শেয়ার দর ৫.৩% পর্যন্ত বেড়েছে। যার মধ্যে কেয়ার্ন ইন্ডিয়ার শেয়ার দর বেড়েছে ৫.৩%, ওএনজিসি ৩.৯৯% এবং অয়েল ইন্ডিয়া ২.৬৪%।

আনন্দবাজার পত্রিকা জানায়, বিশ্ব বাজারে তেলের দর বাড়লে এই সব তেল উৎপাদনকারী সংস্থা আরও চড়া দামে তা বিক্রি করতে পারবে। ফলে বাড়তি মুনাফার সুযোগ পাবে। এই আশায় ভর করেই এ দিন বিনিয়োগকারীরা তাদের শেয়ার কিনতে ভিড় করেন, যার ফলে বেড়ে যায় দর।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *