দেশে এই প্রথম রাজস্ব সম্মেলন হচ্ছে

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে দেশে এবছর প্রথমবারের মত রাজস্ব সম্মেলন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন।

সম্মেলনে রাজস্ব আয় কাঙ্খিত পর্যায়ে নিয়ে যেতে করদাতার সংখ্যা ১ কোটিতে উন্নীতকরণ, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, কর রাজস্ব ব্যবস্থাপনায় সকল প্রকার অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপচয় রোধ এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে এনবিআরের সুপারিশমালা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

এ বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া সোমবার বাসসকে বলেন, ‘রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে আমরা এবার প্রথমবারের মত রাজস্ব সম্মেলন করতে যাচ্ছি। সেখানে সারাদেশ থেকে রাজস্ব প্রশাসনের তিন বিভাগের (শুল্ক, ভ্যাট ও আয়কর) কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। তাদের কাছ থেকে শোনা হবে রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে কি করার প্রয়োজন।’

তিনি জানান, আগামী সেপ্টেম্বর মাসেই সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। তবে প্রধানমন্ত্রীর সময়সূচি পাওয়ার পর সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *