দেশে কোন অভাব নেই: হুইপ

Perlamentস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুরকে কৃষিনির্ভর জেলা উল্লেখ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের কৃষিখাতকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি।

তিনি বলেন, দিনাজপুরের চাল শ্রীলংকা, নেপালসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশে কোন অভাব নেই। একটি মানুষ না খেয়ে মরেনি।

কোন কৃষককে সারের জন্য মরতে হয়নি। সারাদেশে ধান-চাল-ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য, শিক্ষা, চিকিৎসা-সকল সমস্যা নিরসন করেছেন।
বুধবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর নশিপুরস্থ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে প্রযুক্তি প্রদর্শন ও মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কৃষিবান্ধব সরকার বাংলাদেশকে আজ খাদ্যে সয়ংসম্পন্ন করেছে। কৃষকদের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছে সরকার।

বিডাব্লিাউএমআরআই’র মহাপরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের (গবেষণা অনুবিভাগ) অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, অতিরিক্ত পরিচালক ডিআই দিনাজপুর অঞ্চলের এম এ ওয়াজেদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা দৃষ্টি সরকার। এছাড়া জেলার কৃষি কর্মকর্তারা বক্তব্য রাখেন। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *