দেশে ক্ষুদ্র ঋণ বলতে কিছু নেই : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

দেশের মানুষ এখন সঞ্চয়মুখী হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘১৯৮৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে মানুষের মধ্যে সঞ্চয়ের বৃত্ত (ইচ্ছা) তৈরি হয়েছে। মানুষ এখন সঞ্চয়মুখী হচ্ছে। এটি একটি সামাজিক পরিবর্তন।’

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ওর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস, ব্যাংকের ঊর্ধ্ব কর্মকর্তারা, অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পটিতে দেশের সব মানুষকে অন্তর্ভুক্ত করা যায়নি। আশা করি ২০২১ সালের আগেই দেশের সব মানুষ এ প্রকল্পের আওতাভুক্ত হবে। তখন আর প্রকল্পটির প্রয়োজন হবে না। তখন সবাই পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাভুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে ক্ষুদ্র ঋণ বলতে কিছু নেই। মানুষ এখন গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে। এ ঋণ নিয়ে কৃষি ব্যবসা করছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ৪৮৫ শাখা এক সঙ্গে অনলাইনের অন্তর্ভুক্ত হওয়া তথ্য প্রযুক্তির একটি বড় সুফল। বাংলাদেশের আরও কোনও ব্যাংকের এতো সংখ্যক শাখা এক সঙ্গে অনলাইনের আওতায় আসেনি।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *