দেশে পণ্যের বিক্রি বাড়লে দামও বাড়ে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকার পরও দেশে উৎসবকেন্দ্রিক বা কোনো পণ্যের বিক্রি, চাহিদা বাড়লে একই সময় পণ্যটির দামও বাড়তে থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

আজ বৃহস্পতিবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ডের তৈরি পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ দেশের নামিদামি ব্র্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে ভোক্তার পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ভোক্তার অভিযানে কোনো দোকানে ভেজাল বা নকল পণ্য এবং অতিরিক্ত বা অযৌক্তিক দামে কোনো পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ভোক্তা আইনে মামলা করা হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ভোক্তার স্বার্থে প্রতিদিন সারাদেশের বিভিন্ন মার্কেটে, নামিদামি ব্র্যান্ড, নকল ও লাগেজ পার্টি অনুসন্ধানে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি।

সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা ভোক্তাদের ঈদ কেনাকাটায় সহনীয় মূল্য ও গুণমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *