দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৫ কোটি : বিটিআরসি

btrcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা নয় কোটি ছাড়িয়ে গেছে। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক প্রায় সাড়ে আট কোটি। আর মোবাইল গ্রাহক সংখ্যা হয়েছে সাড়ে ১৫ কোটি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার সবশেষ আগস্ট মাসের পরিসংখ্যান দিয়ে মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীর এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট শেষে ইন্টারনেট গ্রাহক সংখ্যা নয় কোটি পাঁচ লাখ এক হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক আট কোটি ৪৬ লাখ ৮৫ হাজার, ওয়াইম্যাক্স ৮৩ হাজার, আইএসপি ও পিএসটিএন গ্রাহক সংখ্যা ৫৭ লাখ ৩৩ হাজার।

এরআগে জুলাইয়ে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ৮৬ লাখ ৮৭ হাজার। মোবাইল ইন্টারনেট আট কোটি ২৯ লাখ ১২ হাজার, ওয়াইম্যাক্স ৮৪ হাজার, আইএসপি ও পিএসটিএন ৫৬ লাখ ৯১ হাজার।

বিটিআরসির তথ্যানুযায়ী, আগস্ট শেষে মোবাইল গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাত কোটি সাত লাখ নয় হাজার, রবির চার কোটি ৬১ লাখ ৩২ হাজার, বাংলালিংকের তিন কোটি ৩৪ লাখ ৬৬ হাজার, টেলিটকের ৩৮ লাখ ৭৩ হাজার।

জুলাই শেষে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ ২৭ হাজার। এরমধ্যে গ্রামীণফোনের সাত কোটি ২৩ হাজার, রবির চার কোটি ৫৩ লাখ ৩০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৩৩ লাখ ৭৯ হাজার, টেলিটকের ৩৭ লাখ ৯৬ হাজার।

অপারেটরদের দেওয়া ৯০ দিন সক্রিয় থাকা গ্রাহকদের তথ্য নিয়ে এ পরিসংখ্যান তৈরি করে বিটিআরসি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *