দেশে ষষ্ঠ কৃষি শুমারি শুরু

krishiস্টকমার্কেটবিডি ডেস্ক :

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহের জন্য রবিবার থেকে শুরু হয়েছে ষষ্ঠ কৃষি শুমারি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ)। বাংলাদেশ পরিসংখ্যাণ ব্যুারো (বিবিএস) এই শুমারি পরিচালনা করছে। শুমারি চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

কৃষি শুমারি ২০১৯ পরিচালনার মাধ্যমে কৃষি খানার সংখ্যা,খানার আকার, ভূমির ব্যবহার, কৃষির প্রকার, শস্যের ধরন,চাষ পদ্ধতি,গবাদি পশু ও হাঁস-মুরগীর সংখ্যা,মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্যাদি এবং কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যাণ ভবনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বেলুন ও কবুতর উঠিয়ে শুমারির উদ্বোধন করেন।

শুমারি উপলক্ষে বিবিএস এর উদ্যোগে আগারগাঁওয়ে বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এতে অন্যান্যের মধ্যে পরিসংখ্যাণ ও তথ্য ব্যবস্থাপনা সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবিএস মহাপরিচারক কৃঞ্চা গায়েন এবং কৃষি শুমারির প্রকল্প পরিচালক মো. জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *