ধারাবাহিকভাবে কমছে সূচক ও লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে ধারাবাহিকভাবে সূচক কমছেই। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের সাথে লেনদেনও কমেছে। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইএক্স বা প্রধান সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ পয়েন্টে।

ডিএসইতে ২৫১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি ৬৩ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি, বিবিএস, অগ্নি সিস্টেমস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ফার্মা এইডস এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *