নতুন পণ্য না আনলে বাজারে টিকে থাকা কঠিন হবে: শিল্পমন্ত্রী

mojidস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, গার্মেন্টস খাতের বিশ্ব প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই ধারা ধরে রাখতে হলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে পোশাক শিল্পের অবদার বেশি। বাধা উতরে সামনে এগুতে হয়েছে।

বুধবার রাজধানীর ইন্টারন্যাশন কনভেনশস সিটি বসুন্ধরার সেমিনার হলে ৪ দিন ব্যাপী ২০তম টেক্সটেক বাংলাদেশ-২০১৯ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি মনসুর আহমেদ ও সেমস গ্লোবালের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ এমডি মেহেরুন এন ইসলাম।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্ববাজারে সুবিধা সামনে আর পাওয়া যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *