নতুন বছরে চাঙ্গা ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

শুক্রবারে চাঙ্গা ছিল ভারতের শেয়ারবাজার৷ সেনসেক্স ৩৮০.৩৬ পয়েন্ট বেড়ে উঠেছে ২৭,৮৮৭.৯০ পয়েন্টে যা গত তিন সপ্তাহে সর্বোচ্চ। অন্যদিকে এদিন নিফটি ১১১.৪৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ৮৩৯৫.৪৫ পয়েন্টে।

মূলধনী পণ্য, ব্যাংক, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারের দাম বাড়তে দেখা গিয়েছে। তাছাড়া দেশটি বিমান জ্বালানির দাম ১২.৫ শতাংশ কমানোয় বেড়েছে বিমান পরিবহণ সংস্থার শেয়ারের দামও।

ব্রোকারদের মতে, সরকার অর্থনৈতিক সংস্কারের দিকে ঝোঁকায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি আর্থিক সংস্থার শেয়ার কেনার প্রবণতা বেড়েছে। নতুন বছরেও শেয়ার বাজারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।

কোটাক সিকিউরিটিজ-এর সিইও কমলেশ রাও বলেন, ভারতের বাজার এই মুহূর্তে অত্যন্ত লাভজনক। আর, সেই কারণেই লগ্নিকারীদের এই বাজার অন্যতম পছন্দের। আগামী বছরেও এই প্রবণতা চলবে বলেই আমার আশা।

সূত্র-হিন্দুস্থান টাইমস

স্টকমার্কেটবিডি.কম/তরি/এএআর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *