নতুন রেকর্ড গড়লো ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

একদিন বন্ধ থাকার পর সপ্তাহের প্রথম দিনে আবারো সূচক বৃদ্ধি পেল ভারতের শেয়ারবাজারে। তবে এবার ছাঁড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন রেকর্ড গড়েছে Sensex এবং Nifty উভয় সূচক। সোমবার দিনশেষে BSE Sensex Index ১৩১.২১ (০.৪৭%) বেড়ে নতুন সূচক দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৭.৮৮ পয়েন্ট। যা ভারতের শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড।

ইতিপূর্বে এত বেশি সূচকের মুখ দেখেনি ভারতের শেয়ারবাজার।

উল্লেখ্য, গত ১৩ নভেম্ব্রর ২৮,১২৬ পয়েন্টের মাইল ফলক স্পর্শ করেছিল সেনসেক্স।

অন্যদিকে Sensex এর সাথে পাল্লা দিয়ে সমান তালে বেড়েছে Nifty Index। দিনশেষে Nifty Index ৪০.৮৫ (০.৪৯%) পয়েন্ট বেড়ে ৮,৪৩৮.০১ পয়েন্টে অবস্থান করছে । Nifty এর ইতিহাসে এটিই সূচকের সবচেয়ে বড় উত্থান । বাজারে বড় ধরনের কোন পরিবর্তন না হলে এই ধারা অব্যহত থাকবে বলে আশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *