ন্যাশনাল টিউবসে বিনিয়োগ করবে সৌদির আর্থিক প্রতিষ্ঠান

National_Tubes.jpg_220x220স্টকমার্কেট ডেস্ক :

দেশে ইস্পাতের পাইপ উত্পাদনকারী একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেডে বিনিয়োগে আগ্রহী সৌদিভিত্তিক জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানি। পাইপ উত্পাদনের সর্বাধুনিক প্রযুক্তি সন্নিবেশের পাশাপাশি নতুন পণ্য উত্পাদনে ন্যাশনাল টিউবকে সহায়তা করতে চায় বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানটি। এজন্য কোম্পানির একটি প্রতিনিধি দল আগামীকাল ন্যাশনাল টিউবসের কারখানা পরিদর্শন করবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিনিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে ৪৪টি কোম্পানি পরিচালনাকারী জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট বাংলাদেশের প্রকৌশল খাতে বিনিয়োগে আগ্রহী। পাঁচদিনের সফরে গতকাল কোম্পানিটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দুটি প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর মধ্যে ১ আগস্ট টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল টিউবসের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। পরিদর্শন শেষে বিনিয়োগের নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনা হবে।

এ বিষয়ে বিএসইসির সচিব মাসুদ আহমেদ বলেন, বিশ্বের অনেক দেশে জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশেও বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তারা। এরই অংশ হিসেবে আজ (শনিবার) কোম্পানির দুই সদস্যের একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দল ঢাকায় এসেছে। রবিবার তাদের সঙ্গে বিএসইসিতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এর পর তারা ১ আগস্ট ন্যাশনাল টিউবসের কারখানার পরিদর্শন করবেন। পরিদর্শন শেষেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

জানা গেছে, দাম্মামভিত্তিক জামিল ইন্ডাস্ট্রিয়াল মূলত স্টিল বিল্ডিং ও স্টিল পাইপ সামগ্রীর ব্যবসা করে। এর বাইরে বিদ্যুৎ-জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রিক সামগ্রী ও আবাসন খাতেও তাদের বড় বিনিয়োগ রয়েছে। বর্তমানে মিসর, চীন, অস্ট্রিয়া, ভারত, আরব আমিরাত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ অনেক দেশে তাদের ৪৪টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

২০১৫ সালে ৪৩৩ কোটি ৬০ লাখ সৌদি রিয়াল টার্নওভারের বিপরীতে ২৬ কোটি ৩০ লাখ রিয়াল নিট মুনাফা করেছে সৌদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিটি। বাংলাদেশী টাকায় হিসাব করলে গেল বছর কোম্পানিটি ৫০০ কোটি টাকার বেশি নিট মুনাফা করে। এমতাবস্থায় বাংলাদেশে বিনিয়োগে জামিল ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ন্যাশনাল টিউবসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইদুর রহমান বলেন, সৌদিভিত্তিক একটি প্রতিষ্ঠান আমাদের এখানে বিনিয়োগে আগ্রহী বলে আমরা জেনেছি। বিষয়টি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। তারা ১ আগস্ট কারখানা পরিদর্শন করবেন। তবে কী পরিমাণ বিনিয়োগ করবেন, বিনিয়োগে কী শর্ত থাকবে— এ বিষয়ে এখনো কোনো কথা হয়নি। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে বিএসইসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *