ন্যাশনাল ব্যাংকের ফ্লাট ক্রয়ে অনিয়ম তদন্ত

nbl-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বিরুদ্ধে ফ্লাট ক্রয়ে কোনো অনিয়ম দেখতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ব্যাংকটির ৫৫ কোটি ৪৭ লাখ টাকার ফ্লাট ক্রয়ে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মো: মনসুর রহমান,উপ-পরিচালক মো: নজরুল ইসলাম এবং সহকারি পরিচালক মো: বনি ইয়ামিন খান।

জানা গেছে, গত ১৭ অক্টোবর এনবিএল ঢাকার মোহাম্মদপুরে ৭৪ হাজার ৯৭০ স্কয়ার ফিটের ৫০টি ফ্লাট ক্রয়ের ঘোষণা দেয়। আর কোম্পানিটির ফ্লাট ক্রয়ে অনিয়ম হয়েছে বলে একজন বিনিয়োগকারি অর্থমন্ত্রনালয়ে অভিযোগ দাখিল করে। অভিযোগের পর অর্থমন্ত্রনালয় বিএসইসিকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। অর্থমন্ত্রনালয়ের নির্দেশের পর ঘটনা তদন্তে উক্ত কমিটি গঠন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *