পঞ্চম কৃষি শুমারির তথ্য সংগ্রহ ২০১৯ সালের এপ্রিলে

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে পঞ্চমবারের মত কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৮ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৯ সালের এপ্রিল মাসের মধ্যেই তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে।

পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী জন শুমারি এবং অর্থনৈতিক শুমারির পাশাপাশি কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি পরিচালনা করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।

রবিবার (২৪ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত ‘কৃষি (শস্য, মৎস ও প্রাণিসম্পদ) শুমারি-২০১৮’ এর প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এতথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিকাশ কিশোর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আমীর হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *