পতনের শীর্ষে প্রাইম টেক্সটাইল

looserস্টকমার্কেট ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস। আজ শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। ডিএসইতে আজ এটিই ছিল কোনো কোম্পানির সর্বোচ্চ দরপতন।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৭৯ বারে ৫ লাখ ৫৭ হাজার ৬৯টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। আজ শেয়ারটির দর কমেছে ৯০ পয়সা বা ৪ দশমিক ৪১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ২৩ বারে ৭ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের ৯০ পয়সা বা ৪ দশমিক ৯ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, জেনারেশন নেক্সট ফ্যাশন, মাইডাস ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও সাফকো স্পিনিং।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *