পদ্মা সেতুর ৩.৪ কিলোমিটার দৃশ্যমান

padma-bridge-spanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসেছে পদ্মা সেতুর ২৩তম স্প্যান। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ৬-এ আইডি নম্বরের স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর পিয়ারের ওপর বসানো হয়।

পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন। ২৩তম স্প্যান বসানোর পর সেতুর তিন হাজার ৪৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সকাল ৮টায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে রওনা দেয় ২৩তম স্প্যান এবং বেলা পৌনে ৩টায় ৩১ ও ৩২ নম্বর পিয়ারের ওপর তা বসানো হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ১-ই আইডি নম্বরের ২২তম স্প্যানটি সেতুর মাওয়া প্রান্তের ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসানো হয়। সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ।

পদ্মা সেতুতে মোট ৪২টি পিয়ারে ৪১টি স্প্যান বসবে। আর ৪২টি পিয়ারের মধ্যে ৩৭টি পিয়ারের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। পিয়ার ৮ এবং ১১ এর কাজ শিগগির শেষ হবে। পিয়ার ১০, ২৬ এবং ২৭ এর কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *