পাওনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পাট ব্যবসায়ীদের স্মারকলিপি

pmস্টকমার্কেটবিডি প্রতিনিধি :

পাবনার ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের পক্ষ থেকে বিজেএমসির কাছে পাওনা টাকা পরিশোধের দাবিতে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার সকালে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ তাদের স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশসহ প্রেরণের আশ্বাস দেন।

সাথিয়া উপজেলার ক্ষুদ্র পাট ব্যবসায়ী শ্রী কার্তিক চন্দ্র্র সাহা জানান, পাবনার ৩০ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা আছে।

সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিজেএমসি নিয়ন্ত্রিত ২৫টি জুট মিল বন্ধের ঘোষণা দিয়েছেন।

কিন্তু মিল শ্রমিকদের পাওনা পরিশোধের ঘোষণা দিলেও পাট ব্যবসায়ীদের পাওনা পরিশোধের কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই। ফলে পাবনাসহ দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা অনিশ্চয়তায় ভুগছে। পাটকল শ্রমিকদের পাশাপাশি তাদের পাওনা গুলো পরিশোধের দাবি জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *