পূর্বের ভ্যাট আইন বলবৎ রাখায় ডিসিসিআইয়ের অভিনন্দন

dcciনিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদে পাস হওয়া অর্থবিলে আগামী দুই বছরের জন্য পুরনো ভ্যাট আইন বহাল রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই বলছে, জাতীয় সংসদে পাশ হওয়া অর্থবিলে প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে পূর্বের ভ্যাট আইন বলবৎ রাখায় দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হবে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা হ্রাস পাবে।

পাশাপাশি ব্যাংকে জমাকৃত আমানতের পরিমাণ ১ লাখ হতে ৫ লাখ টাকার ওপর আবগারি শুল্ক ১৫০ টাকা এবং ৫ লাখ হতে ১০ লাখ টাকার ওপর আবগারি শুল্ক ৫০০ টাকা নির্ধারণ করায় সংগঠনটি সরকারকে আন্তরিক ধন্যবাদও জানিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *