পেঁয়াজ নিয়ে সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী

tipuস্টকমার্কেটবিডি ডেস্ক :

বেশ কিছুদিন থেকে দফায় দফায় পেঁয়াজের দাম বাড়লেও কমার বিষয়ে কোনও সুখবর দিতে পারলেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বরং পেঁয়াজের বাজার দর স্বাভাবিক হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগবে বলে জানান তিনি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ (সোমবার) আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। মন্ত্রণালয় থেকে আজ চট্টগ্রামে একটা টিম গেছে। একজন উপসচিবকে সেখানে পাঠানো হয়েছে। খাতুনগঞ্জে গিয়ে তারা বাজার মনিটরিং করছেন। সবদিক দিয়েই আমরা দেখছি।’
মন্ত্রী জানান, ভারত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা, দেশে চাষ করা পেঁয়াজ না উঠা এবং আমদানির বড় লট না আসা পর্যন্ত বাজার একটু চড়াই থাকবে। আমরা আশা করছি, আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে আমদানির বড় লট দেশে পৌঁছবে।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ১০ হাজার টন লটের পেয়াজ আসতে শুরু করেছে। আগামী ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ৫০ হাজার টনের লট আসতে শুরু করবে। তখন বাজারে কিছুটা প্রভাব পড়বে।’

‘ভারত বেঙ্গালুরু জোন থেকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেঙ্গালুরু থেকে ৯ হাজার টন পেঁয়াজ আসবে। তবে ভারতের যে অঞ্চল থেকে আমাদের দেশে পেঁয়াজ আসে (নাসিক) সেখান থেকে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। তবে আমরা যোগাযোগ করছি, নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা হয়।’

আরও ১৫ থেকে ২০ দিন বাজারে দামের প্রভাব থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশে আগাম পেঁয়াজ উঠতে শুরু করেছে। তবে এখনও সেইভাবে উঠেনি। এ মাসের শেষ দিকে নিজস্ব পেঁয়াজ উঠবে।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *