পেনিনসুলা হোটেলের ঋণমান সন্তোষজনক

peninsulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের সন্তোষজনক ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি কোম্পানিটির ‘এএ-৩’ মানের এই ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড(ক্রাব)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

সম্প্রতি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। বন্দরনগরীতে কোম্পানির এজিএম আহ্বান করা হয়েছে ২৫ ডিসেম্বর।

গত বছর এই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.২৭ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩২.৮৪ টাকা।

২০১৪ সালে দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড শেয়াবাজারে তালিকাভুক্ত হয়। যার প্রায় ৫২ শতাংশ শেয়ারই পরিচালকদের নিকট রয়েছে।

বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৩ কোটি টাকা রয়েছে। এছাড়া কোম্পানির নিকট ১৫০ কোটি টাকার উদ্বৃত্ত মূলধন রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *