প্রতিদিন লাখ পিস সোনালী ব্যাগ উৎপাদনের কার্যক্রম চালু

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) দৈনিক ১ লক্ষ পিস সোনালী ব্যাগ উৎপাদনের কার্যক্রম চালু করেছে।

বস্ত্র আইন, ২০১৮’এর আওতায় সরকার বস্ত্র সেক্টরটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে অর্পিত করায় প্রথম বারের মতো ‘বস্ত্র দিবস’ পালনের পদক্ষেপও নিতে সুপারিশ করে সংসদীয় কমিটি। একইসঙ্গে এর মাধ্যমে এই সেক্টরের যাবতীয় কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের জন্য সুপারিশ করা হয়।

সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মির্জা আজম। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মন্ডল, খাদিজাতুল আনোয়ার এবং তামান্না নুসরাত (বুবলী) বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জাতীয় বস্ত্র দিবস এর প্রস্তুতি এবং শেখ হাসিনা নকশী পল্লী, শেখ হাসিনা বিশেষায়িত জুটমিল, জামালপুর শেখ হাসিনা তাঁত পল্লী, শেখ হাসিনা সোনালী আঁশ ভবন, শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদারীপুর ও জামালপুর সোনালী ব্যাগ প্রকল্প ও ভিসকস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *