প্রতিবেশীর চেয়ে দূরবর্তী দেশ থেকে বেশি আমদানির সমালোচনায় মন্ত্রী

mannanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতিবেশী রাষ্ট্রের চেয়ে দূরবর্তী দেশ থেকে বেশি আমদানির সমালোচনা করেছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মাদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘এটি লজ্জার বিষয় যে, আমরা নেপালের চেয়ে সোমালিয়া থেকে বেশি আমদানি করি।’

বৃহস্পতিবার ঢাকায় ‘বেল্ট ও রোড উদ্যোগ’ ও ‘বিবিআইএন’-এর গুরুত্ব সম্পর্কিত দুই দিনব্যাপী এক আঞ্চলিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কেন নিজেদের মধ্যে বাণিজ্য করি না? আমাদের মধ্যে অবিশ্বাস ও ভয় আছে। এগুলো আমাদের দূর করতে হবে। কারণ, এর ফলে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’

ভারতের অশুল্ক বাধা বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে এগুলো দূর করার জন্য আলোচনা করছি। শুধু ঘোষণা দিলেই হবে না, কাস্টমস, অশুল্ক বাধা, আমলাতান্ত্রিক জটিলতা দূর করার জন্য আমাদের দৃঢ় পদক্ষেপ নিতে হবে।’

চীনের বেল্ট ও রোড উদ্যোগ প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, এটি আমাদের জন্য ভালো হবে।’ তিনি বলেন, ‘ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই কেউ লাভ আশা করে না, বরং বছর শেষে ব্যালেন্স শিট মিলিয়ে দেখে, কে কত পেলো।’

মোহাম্মাদ আব্দুল মান্নান বলেন, ‘চীন আমাদের থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে ও আমাদের কৌশল হচ্ছে আমরা বৃহৎ পরিসরে জিনিসটি দেখছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি।’

চীনের কাছ থেকে বাংলাদেশ অতিরিক্ত ঋণ নেওয়া প্রসঙ্গে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি না চাই, তবে কেউ আমাকে টাকা দিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের সরকার ঋণ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। আমরা তখনই ঋণ নেই, যখন প্রয়োজন হয়।’

কোনও পক্ষের নাম উল্লেখ না করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘নাম বলতে চাই না, এমন একটি জায়গা থেকে ঋণ নেওয়ার পরিবর্তে আমি এআইআইবি (এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক) বা ভারত সরকারের কাছ থেকে ঋণ নিতে বেশি পছন্দ করবো।’

অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশ যদি ক্রমাগত অর্থনৈতিকভাবে কার্যকরী নয়, এমন প্রকল্পের জন্য ঋণ নিতে থাকে, তবে এটি ঋণগ্রস্ত দেশ হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘আমরা যদি পাঁচ বিলিয়ন ডলার খরচ করে পদ্মার ওপর রেল লাইন বানাই, তবে এটি শ্বেত হস্তিতে পরিণত হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *