প্রথমদিনে বড় ধরণের সূচক পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আজ রবিবার সপ্তাহের প্রথম দিনে বড় ধরনের দর পতন হয়েছে। আজ আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৮৬ ভাগ কোম্পানি শেয়ারের দর হারিয়েছে। দর বেড়েছে মাত্র ১০ ভাগের। ডিএসইতে সবগুলো মূল্যসূচক কমেছে। তবে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমমিক ২১ শতাংশ কমে গেছে। সূচকটি ৯৭ দশমিক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৭ পয়েন্টে নেমে এসেছে। অন্যদিকে ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ৮৬ শতাংশ, আর ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৬৬ শতাংশ কমেছে।

ডিএসইতে আজ ৪২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ১৩ কোটি ৭৮ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ১৩ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *