প্রথম ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ শেয়ারদর

dse-smbdনিজস্ব প্রতিবেদক :

বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধির মধ্য দিয়ে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে। তবে বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধি সত্ত্বেও সূচকে এর তেমন প্রভাব নেই।
দিনের লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিলো ১২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিলো ৯৯টি এবং অপরিবর্তিত ছিল ৫৫টির দর।

ডিএসই-এক্স সূচকটি এ সময় ৪.৮৪ পয়েন্ট বেড়ে ৪৭৯৭.১৫ পয়েন্টে অবস্থান করছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেন শেষে দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিলো ৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিলো ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির দর।

সিএসইর প্রধান মূল্য সূচক সিএসসিএক্স ২০.১৫ পয়েন্ট বেড়ে ৮৯৭৯.৭৫ পয়েন্টে অবস্থান করছিল।

দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে প্রথম ঘণ্টায় ২৩৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে ডিএসইতে ২২৩.৪২ কোটি টাকার এবং সিএসইতে ১৬.১৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।

রবিববার ডিএসইতে লেনদেনের শুরুতে কিছু সময় বিডি ফাইন্যান্স এবং জেমিনি সি ফুডস কোম্পানির শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছিল।

প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করছিল জেমিনি সি ফুডস। আগের দিনের তুলনায় ৮.৬১ শতাংশ দর বেড়ে শেয়ারটি ৩১৯ টাকা দরে কেনাবেচা হচ্ছিলো।

দরবৃদ্ধিতে এরপরের অবস্থানে ছিল প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড (১২৮৫ টাকা/৭.০৮%), বিএসআরএম লিমিটেড (১০৩.৮০ টাকা/৬.৭৯%), অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড (৭৩ টাকা/৬.৫৬%), স্টাইল ক্রাফট (১০৯৬.২০ টাকা/৬.২৪%)।

একক কোম্পানি হিসেবে সকাল সাড়ে ১১টায় ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছিল- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। লেনদেনের প্রথম ঘণ্টায় এ কোম্পানির ১৩.০১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। শেয়ারটি কেনাবেচা হচ্ছিলো ৭১.৪০ টাকা দরে।

এরপরের অবস্থানে ছিল- লাফার্জ সুরমা সিমেন্ট (মোট লেনদেন ১১.৬৫ কোটি টাকা/বাজার মূল্য ১২৮ টাকা), ফার কেমিক্যালস (১০.৫৯ কোটি টাকা/৫৫.৩০ টাকা), ডেসকো (৯.৫৭ কোটি টাকা/৭৬.৩০ টাকা), বিএসআরএম লিমিটেড (৭.৮৮ কোটি টাকা/১০৩.৮০ টাকা)।

খাতওয়ারি শেয়ার লেনদেনে এগিয়ে ছিল প্রকৌশল খাত। প্রথম ঘণ্টা শেষে খাতটির ৩১ কোম্পানির মধ্যে ২৭টি লেনদেনে এসেছে। এ সময় পর্যন্ত এসব শেয়ারের ৫১.৪২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

খাতওয়ারি লেনদেনে এরপরের অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত (২৩ কোম্পানির ৪৪.৭৫ কোটি টাকা), জ্বালানি ও বিদ্যুৎ খাত (১৭ কোম্পানির ৩৪.৬৬ কোটি টাকা), বস্ত্র খাত (৩৮ কোম্পানির ১৭.১২ কোটি টাকা) ও সিমেন্ট খাতের (৭ কোম্পানির ১২.৯৪ কোটি টাকা)।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *