প্রথম ঘণ্টায় ডিএসইতে ৯৭ কোটি টাকার লেনদেন

high indexনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৯৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতা রয়েছে।

এসময় লেনদেনের শীর্ষে রয়েছে- গ্রামীন ফোন, কাসেম ড্রাইসেল, ইউএলসি, বিডি থাই, সামিট পোর্ট অ্যালায়েন্স, বেক্সিমকো ফার্মা, হামিদ ফেব্রিক্স, স্কয়ার ফার্মা, ফুয়ান ফুড ও বেক্সিমকো লিমিটেড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টি কোম্পানির। আর দর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৩২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। দর বেড়েছে ৫৬টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *