প্রথম দিনে সূচকের উত্থানে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দুই স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ শেয়ার। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩.৭ পয়েন্ট বেড়ে ৪৬৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়া সূচক ডিএসইএস ১.২৫ পয়েন্ট বেড়ে ১১২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে ১৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে মোট ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- কাসেম ড্রাইসেল, বিএসআরএম স্টিলস, স্কয়ার ফার্মা, এমআই সিমেন্ট, ডেল্টা লাইফ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার কোম্পানি ও সামিট পাওয়ার।

অপরদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৫.১৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএএসপিআই সূচক ৮.৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক .৯৮ পয়েন্ট বেড়ে ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৩টির আর অপরিবর্তিত আছে ৩৪টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *