প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এফবিসিসিআই’র ১৩৭ সদস্যের ব্যবসায়ী দল

fbcciবিশেষ প্রতিবেদক :

জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ১৩৭ সদস্যের প্রতিনিধিদল।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলামের (মহিউদ্দিন) নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদলে থাকছেন সংগঠনের প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মো. মুনতাকিম আশরাফসহ এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক পরিচালক, সাবেক সভাপতি, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নেতা বিজিএমইএ সাবেক ও সভাপতি এবং সাধারণ পরিষদের সদস্যরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতারা জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশন ও অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশগ্রহণ করবেন। এফবিসিসিআই নেতারা ইউএনডিপির সহায়তায় বাংলাদেশ ও কানাডার যৌথ আয়োজনে ‘এসডিজি বাস্তবায়ন, অর্থায়ন ও মনিটরিং : সাউথ-সাউথ ও ট্রায়াঙ্গুলার সহযোগিতার মাধ্যমে নিজ নিজ উদ্ভাবন বিনিময়’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন।

এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের সভায়ও যোগদান করবেন। ইউএস-বাংলাদেশ গ্লোবাল চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠেয় ‘বিজনেস সামিট’-এ অংশ নেবেন। এ অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্ক বিস্তারের উদ্যোগ নেওয়া হবে।

জানা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন এফবিসিসিআইয়ের নেতারা। এ ছাড়া আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যালায়েন্সের (এবিবিএ) উদ্যোগে ‘১০তম বার্ষিক ব্যবসা সম্মেলন’-এ অংশ নেবেন। আশা করা হচ্ছে, আগামী ২২ সেপ্টেম্বর সফর শেষে প্রতিনিধিদল দেশে ফিরবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *