প্রভাতী ডেইরির আইপিও প্রক্রিয়া সম্পন্ন

prabhat-dairys-ipo-closes-successfullyস্টকমার্কেট ডেস্ক :

ভারতীয় দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি প্রভাতী ডেইরি প্রতিষ্ঠানিক দূর্বলতা থাকা সত্ত্বেও শেয়ারবাজারে প্রথম পর্যায়ের ১ কোটি ৪৭ লাখ ৬ হাজারটি শেয়ার ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলণের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কাজ সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জানা যায়, এই শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিযোগকারী জন্য এই হার ৭৬ শতাংশ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত ২৬ শতাংশ রাখা হয়।

উল্লেখ্য যে, গত ১ সেপ্টেম্বর আইপিওর শেষ দিনে কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল সর্বনিন্ম ১১৫-১২৬ থেকে সর্বোচ্চ ১৪০-১৪৭ টাকা। শেষ দিনেও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ না থাকায় আরো ৩ দিন বাড়ানো হয় এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি ৫ টাকা ছাড় দেওয়া হয়।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, উত্তোলিত এই টাকা দিয়ে প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ, মূলধনের ঘাটতি ও কর্পোরেট অফিস উন্নয়নের কাজে ব্যয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *