প্রযুক্তি পণ্য উৎপাদক দেশ হিসেবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

mostafaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী (আইসিটি) মোস্তাফা জব্বার বলেছেন, ‘আমরা এখন আমদানি নির্ভর দেশ নই। প্রযুক্তি পণ্য উৎপাদক দেশ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছি।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরে ওয়ালটন কম্পিউটার প্ল্যান্টের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘আনুষ্ঠানিকতা সাপেক্ষে ওয়ালটনের ডিজিটাল ডিভাইস নির্মাণ কারখানাকে হাইটেক পার্ক ঘোষণা করা হয়েছে। ওয়ালটন আবেদন করলেই আমরা তাদেরকে হাইটেক পার্কের স্বীকৃতি দেবো। এখান থেকে উৎপাদিত পণ্যগুলো (ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন) কর অবকাশ সুবিধা পাবে। এসব পণ্য বিদেশে রফতানি করা হলে সেক্ষেত্রে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনাও দেওয়া হবে।’

অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘এটা ওয়ালটনের একটি সাহসী উদ্যোগ। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সফটওয়্যার খাতের মতো হার্ডওয়্যার খাতে সরকার সহযোগিতা করবে। এখানে উৎপাদিত প্রযুক্তি পণ্যগুলো সরকার কিনে তাদের সহযোগিতা করবে। এছাড়া আমরা অচিরেই প্রযুক্তি পণ্য উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম, ওয়ালটন ডিজিটেকের চেয়ারম্যান এসএম রেজাউল আলম ও ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আলম। পরে তারা মন্ত্রীদের ওয়ালটনের কারখানা ঘুরিয়ে দেখান।

প্রসঙ্গত, গাজীপুরের চন্দ্রায় ৮০ বিঘা জমির ওপরে ওয়ালটনের কারখানা গড়ে উঠেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *