প্রিমিয়ার সিমেন্টের সম্পদ পুনর্মূল্যায়ন

primierস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। সম্পদ, প্ল্যান্ট এবং আনুষঙ্গিক সম্পদের পুনর্মূল্যায়নের ফলে রিজার্ভের পরিমাণ ৪৯১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ২৩৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
পুনর্মল্যায়নের আগে ২০১৫ সালের ৩০ জুন কোম্পানিটির রিজার্ভের বুক ভ্যালু ছিল ৩৭৫ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ২৮৬ টাকা। সম্পদের পুনর্মূল্যায়নের ফলে রিজার্ভের পরিমাণ ৪৯১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ২৩৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

এর ফলে আগের তুলনায় কোম্পানিটির রিজার্ভ উদ্বৃত্ত বেড়েছে ১১৫ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা। আগের তুলনায় উদ্বৃত্ত বেড়েছে ৩০.৭০ শতাংশ।

অপরদিকে কোম্পানিটির নিট সম্পদ ছিল ৩১৪ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ২৭৩ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২৯.৮৫ টাকা। পুনর্মল্যায়নের পর মোট নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৫৪৮ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৫১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *