ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা রাজী হাসান

abu henaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে সোমবার তাকে ওই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গঠনের কথা বলা হয়। ওই আইন অনুযায়ী যোগদানের তারিখ থেকে ৬৫ বছর বয়স, অর্থাৎ ২০২১ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন রাজী হাসান।

এই ইউনিটের প্রধান কর্মকর্তার কাজ সম্পর্কে আইনে বলা হয়েছে, “তিনি যাবতীয় প্রশাসনিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্বানুমোদন নেবেন। প্রধান কর্মকর্তা মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা, নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধে বা প্রয়োজনে নিজ উদ্যোগে সরকারি যে কোনো সংস্থাকে সরবরাহ করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *