ফার্স্ট ফাইন্যান্সের পুন:নির্ধারিত এজিএম ৩০ আগস্ট

first-finance-smbdস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পুনরায় নির্ধারণ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা বোর্ড এজিএম দিন ৩০ আগস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে ১১টায়  ট্রাস্ট মিলোনায়তন, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ক্যান্টনমেন্টে এজিএমটি অনুষ্ঠিত হবে।  তবে গত ২৩ মে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে। এদিন সমাপ্ত গত ২০১৬ সালের লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি।

এর আগে সঞ্চিতি ঘাটতি সত্ত্বেও লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একজন শেয়ারহোল্ডারের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন অনুষ্ঠিতব্য ফার্স্ট ফিন্যান্সের এজিএম ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। ১৩ আগস্ট প্রতিষ্ঠানটি জানায়, প্রতিষ্ঠানটির ২৪তম এজিএমের ওপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এর স্থগিতাদেশ তুলে নিয়েছেন। প্রতিষ্ঠানটি সর্বশেষ ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *