ফেব্রুয়ারিতে বিদেশিদের লেনদেন কমেছে ৪শ’ কোটি টাকা

dse1নিজস্ব প্রতিবেদক :

নতুন বছরের প্রথম মাসের তুলনায় দ্বিতীয় মাসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে প্রায় ৪০৪ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন হয়েছে ১ হাজার ৩৬ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকার। ফেব্রুয়ারিতে এই লেনদেন হয় ৬৩২ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার টাকা। এ হিসাবে গত মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে প্রায় ৪০৪ কোটি টাকা।

হিসাব অনুয়ায়ী জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে শেয়ারবাজারে লেনদেন কম হওয়ায় বিদেশিদেরও লেনদেন কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *