ফের চীনা পণ্যে শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তৃতীয়বারের মতো চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আরো প্রায় ২৬৭ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। সোমবার ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক ইন্টারভিউতে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি মার্কিন ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন অন্যায্য বাণিজ্য করছে। যুক্তরাষ্ট্রে বিপুল রপ্তানি করলেও চীনের বাজারে মার্কিন পণ্য প্রবেশ সীমিত। এদিকে, চীন পাল্টা অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। চীনা পণ্যে শুল্কারোপের প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যেও শুল্কারোপের হুমকি দিয়েছিল বেইজিং। বিশ্লেষকরা ইতোমধ্যেই তাদের পারস্পরিক বাড়তি শুল্ক আরোপের নীতিকে বাণিজ্য যুদ্ধ বলেও উল্লেখ করেছেন।

এদিকে, সোমবার ট্রাম্প বলেছেন, চীনের আরো প্রায় ২শ’ বিলিয়ন ডলার মূল্যমানের পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে ২৫ ভাগ করা হবে, যা এখন ১০ ভাগ শুল্কারোপের আওতায় রয়েছে। আসন্ন জি-২০ সম্মেলনে চীনের সাথে সমঝোতা না হলে আগামী ১ জানুয়ারি থেকে এই পদক্ষেপ কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *