ফ্লোরিডায় ১৮-১৯ ফেব্রুয়ারি ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’

130758_bangladesh_pratidin_Florida_Bisinessস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারিদের জন্যে ওয়ানস্টপ সার্ভিসের পাশাপাশি নানা সুযোগ-সুবিধার তথ্য জানাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মায়ামী সংলগ্ন ব্রাউয়ার্ড কাউন্টিতে দিনব্যাপী এক সেমিনার-প্রদর্শনী- বাণিজ্য মেলার আয়োজন করেছে। মেলার পাশাপাশি লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে একটি আন্তর্জাতিক সেমিনার।

১৮ ফেব্রুয়ারি মিরামার সিটির কালচারাল সেন্টারে ‘ডুয়িং বিজনেস উইথ বাংলাদেশ’ (বাংলাদেশের সাথে চুটিয়ে ব্যবসা করো) শীর্ষক বাণিজ্য মেলা এবং ১৯ ফেব্রুয়ারি লারকিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার।

সর্বশেষ প্রস্তুতি আলোকে এ সংবাদদাতাকে দুদিনব্যাপী বাণিজ্যমেলা এবং আন্তর্জাতিক সেমিনারের তথ্য জানিয়ে অন্যতম হোস্ট ‘বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট আতিকুর রহমান বলেন, বাণিজ্য মেলা ও সেমিনারে থাকবেন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তা, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছেন এমন প্রবাসীরা।

যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্য নিয়ে গবেষণা করছেন এবং খ্যাতনামা বিনিয়োগ প্রতিষ্ঠানের কর্মকর্তারাও মতামত উপস্থাপন করবেন মেলা ও মেমিনারে।

উল্লেখ্য, এই মেলার মাধ্যমে বিনিয়োগে আগ্রহীদের একটি টিম ভিজিট করবে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *