বছরের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮ শতাংশ

high indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত অর্থবছরে (২০১৮-১৯) লেনদেন কমেছে ৮ শতাংশ। ডিএসইর বার্ষিক প্রতিবেদন পর্যলোচনা এ তথ্য পাওয়া যায়।

তথ্য মতে, ২০১৮-১৯ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লক্ষ ৪৬ হাজার ১৯৩ কোটি ০৫ লাখ টাকা৷ যা তার আগের অর্থবছরের (২০১৭-১৮) চেয়ে ১২ হাজার ৮৯২ কোটি টাকা বা ৮ দশমিক ১০ শতাংশ কম৷২০১৭-১৮ অর্থবছরে মোট লেনদেনের পরিমান ছিল ১ লাখ ৬৯ হাজার ৮৫ কোটি ১৯ লাখ টাকা। অপরদিকে মোট কার্যদিবসের গড় লেনদেনেও গত অর্থবছরে লেনদেন কমেছে।

গত ২০১৮-১৯ অর্থবছরে ২৩৮ কার্যদিবসে গড়ে লেনদেন হয় ৬১৪ কোটি ২৬ লাখ টাকা৷ ২০১৭-১৮ অর্থবছরে ২৪৬ কার্যদিবসে গড়ে লেনদেনের পরিমান ছিল ৬৪৬ কোটি ৬৯ লাখ টাকা৷ সেক্ষেত্রে গড়ে লেনদেন কমেছে ২২ কোটি ২৪ লাখ ৩০ হাজার বা ৫ শতাংশ।

সে হিসাবে মুনাফা বেড়েছে ১১ দশমিক ৩৭ শতাংশ, যা গত বছর ছিল ১০ দশমিক ৫৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *