বছরের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা

index upনিজস্ব প্রতিবেদক :

২০১৬-১৭ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ। এসময় সেখানে লেনদেন বেড়েছে ৬৮ দশমিক ৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম কার্যদিবসে ৩ লাখ ১৮ হাজার ৫৭৪ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা বাজার মূলধন নিয়ে শুরু হয়েছিল। আর চলতি অর্থবছরের শেষ কার্যদিবসে এসে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ১০০ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকা। সেই হিসাবে আলোচ্য অর্থবছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬১ হাজার ৫২৫ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা।

এ অর্থবছরে ডিএসইতে ২৩৯ কার্যদিবস লেনদেন হয়েছে। এসব কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি ২০ লাখ ৭৪ হাজার টাকা। গত অর্থবছরে ২৪৭ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ২৪৬ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ হাজার ২৭৬ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা বা ৬৮ দশমিক ৩৩ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন ডিএসইতে সূচক শুরু হয়েছিল ৪ হাজার ৫০৮ পয়েন্ট দিয়ে; যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে। সেই হিসাবে আলোচ্য বছরে প্রধান সূচক বেড়েছে ১ হাজার ১৪৮ পয়েন্ট বা ২৫ দশমিক ৪৮ শতাংশ। আর আলোচ্য অর্থবছরে ডিএস৩০ সূচক বেড়েছে ৩১৩ পয়েন্ট বা ১৭ দশমিক ৬৭ শতাংশ। একই সঙ্গে ডিএসইএক্স সূচক বেড়েছে ১৮৬ পয়েন্ট বা ১৬ দশমিক ৭৪ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *