বছরে ২ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতে পারলে দেশে হতদরিদ্র থাকবে না: অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের অবকাঠামো ঘাটতি আছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অবকাঠামো উন্নয়নে গ্রিন অবকাঠামো উন্নয়ন দরকার। তবে অবকাঠামো ঘাটতি শুধু বাংলাদেশে নয় এমন ঘাটতি সারাবিশ্বেই আছে। দেশে বর্তমানে এক কোটির বেশি হতদরিদ্র জনগোষ্ঠী। প্রতি বছর ২ শতাংশ প্রবৃদ্ধি বাড়াতে পারলে দেশে হতদরিদ্র থাকবে না।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন।

দেশ আজ উন্নয়নের রোল মডেল জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, অবকাঠামো ও শিল্প কারখানার উন্নয়নে দেশের উৎপাদন আগের তুলনায় বেড়েছে। আর এ উৎপাদনকে এগিয়ে নিচ্ছে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদনের হার। আগামী ২০২৪ সালে বাংলাদেশ ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

মন্ত্রী বলেন, বিশ্ব জলবায়ুর পরিবর্তনে বাংলাদেশ দায়ী নয়, তবু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। আমরা এ ক্ষতিপূরণ আদায়ে কাজ করছি।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *