বছর জুড়ে তিন কোম্পানির ৩৬৫ কোটি টাকার রাইট অনুমোদন

right-smbdনিজস্ব প্রতিবেদক :

চলতি বছরে দেশের শেয়ারবাজার থেকে রাইট শেয়ার ছেড়ে অর্থ উত্তোলন করেছে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হলো : সামিট এ্যালায়েন্স পোর্ট, জিপিএইচ ইস্পাত এবং বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম। বছর জুড়ে এসব কোম্পানি ৩৬৫ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকা বাজার থেকে উত্তোলন করার অনুমোদন পেয়েছে।

এসব কোম্পানির মধ্যে সামিট এ্যালায়েন্স পোর্ট প্রতি ১০ টাকার শেয়ারের সাথে আরও ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা ইস্যু মূল্যে মোট ৫১ কোটি ৫২ লাখ ৮৭ হাজার টাকা, জিপিএইচ ইস্পাত ১০ টাকার শেয়ারের সাথে আরও ৪ টাকা প্রিমিয়ামসহ মোট ১৪ টাকা ইস্যু মূল্যে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা এবং বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম ১০ টাকার শেয়ার ছেড়ে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা।

সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড :

সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার প্রদান করে। কোম্পানি ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা অনুযায়ী ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৬৬টি শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৫১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা সংগ্রহ করে।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানির রাইটের জন্য আবেদন চলে চলতি বছর ৩০ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত।

জিপিএইচ ইস্পাত লিমিটেড :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত ৪ টাকা প্রিমিয়ামসহ ১৪ টাকা ইস্যু মূল্যে রাইট শেয়ার ছাড়ে। এর আগে ৯ ফেব্রুয়ারি কোম্পানিকে বিএসইসি ৫৬৬তম সভায় ৩আর :২ অনুপাতে রাইট শেয়ারের অনুমোদন দেয়। সেই হিসেবে কোম্পানি ৩আর : ২ অনুপাতে রাইট শেয়ার ছাড়ে। যা বিদ্যমান ২টি শেয়ারের বিপরীতে ৩টি শেয়ার পায়। কোম্পানি এর মাধ্যমে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার শেয়ার ছেড়ে ২৬১ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা শেয়ারবাজার থেকে উত্তোলন করে।

এ রাইটের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে ব্যাংকো ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট এবং লংকাবাংলা ইনভেস্টমেন্ট। এ কোম্পানির রাইটের জন্য আবেদন চলে চলতি বছর ১৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। এর জন্য রেকর্ড ডেট ছিল ৮ মার্চ, আর রাইট শেয়ারপ্রাপ্ত বিনিয়োগকারীদের বিও হিসাবে কোম্পানি শেয়ার পাঠায় ২ জুন।

বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লিমিটেড :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আরেক কোম্পানি বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লিমিটেড ১আর : ১ অনুপাতে রাইট শেয়ার ছাড়ে। যার মাধ্যমে কোম্পানি ৫২ কোটি টাকা উত্তোলন করে। উল্লেখিত অনুপাতে প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে কোম্পানি ১টি রাইট শেয়ার দেওয়া হয় বিনিয়োগকারীদের।

১০ টাকা অবহিত মূল্যে কোম্পানি মোট ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার বিক্রি করে মোট ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা উত্তোলন করে।

কোম্পানির রাইট প্রক্রিয়ায় ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করে সিটিজেন সিকিউরিটিজ এ্যান্ড ইনভেস্টমেন্ট। এ কোম্পানির রাইটের জন্য আবেদন চলে চলতি বছর ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর এপ্রিল পর্যন্ত। এর জন্য রেকর্ড ডেট ছিল ২১ জুলাই, আর রাইট শেয়ার প্রাপ্ত বিনিয়োগকারীদের বিও হিসাবে কোম্পানি শেয়ার পাঠায় ১৯ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *