বন্দরের ২ হাজার শ্রমিককে খাবার দিল সাইফ পাওয়ারটেক

saif-power-tech-chattogram-portস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক দূরত্ব মেনে চট্টগ্রাম বন্দরে কর্মরত দুই হাজার শ্রমিককে খাদ্যসামগ্রী দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এতে প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বন্দরের সিসিটি ইয়ার্ডে সামাজিক এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম।

এ সময় সাইফ পাওয়ারটেকের চিফ অপারেটিং অফিসার (সিওও) ক্যাপ্টেন তানভির হোসাইন, লে. কমান্ডার (অব.) তাফসির, মি. আমির, মি. মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন এ বিষয়ে বলেন, ‘জাহাজের কনটেইনার হ্যান্ডলিংয়ে থাকা লেসিং বিভাগের এবং ডেলিভারি বিভাগের দুই হাজার শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। প্রতিটি পরিবারের জন্য ১০ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে শ্রমিকদের আয়-রোজগার একেবারেই শূণ্য। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবো।’

তিনি আরও বলেন, ‘জরুরি আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখতে বন্দরে আমাদের কার্যক্রম চলছে। কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক, গ্লাভস ব্যবহার, হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার, জ্বর মেপে টার্মিনালে ঢোকানো, মেডিক্যাল টিমের সার্বক্ষণিক উপস্থিতি, যাতায়াত ব্যবস্থা ও নাশতা প্রদানসহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করেছি।’

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *