বস্ত্রখাতে বৈদেশিক মুদ্রা ২৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলার অর্জিত : পাটমন্ত্রী

jute ministerনিজস্ব প্রতিবেদক :

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, চলতি অর্থবছরে মে মাস পর্যন্ত বস্ত্রখাত থেকে অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ২৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি দলের সদস্য রহিম উল্লাহ’র তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বস্ত্র ও পার্ট মন্ত্রণালয়ের বস্ত্র পরিদফতর তৈরি পোশাক খাতে কতিপয় সেবা দিয়ে থাকে। সেবাসমূহের মধ্যে রেজিস্ট্রেশন, মেশিন ছাড়করণের সুপারিশ, অনাপত্তিপত্র, ইমপোর্ট পারমিট ও ওয়ার্ক পারমিট।

সরকারি দলের সদস্য সোহরাব উদ্দিনের তারকা চিহ্নিত অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, পাট উৎপাদন মৌসুমে উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন পাট বীজ কৃষক পর্যায়ে সরবরাহ নিশ্চিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদফতর উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে নির্বাচিত পাট চাষীদের ভিত্তি ও প্রত্যায়িত পাট বীজ, রাসায়নিক সারসহ অন্যান্য কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ ও চাষীদের উন্নত পাট ও পাট বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *