বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে কানাডার আগ্রহ প্রকাশ

1538937205_65স্টকমার্কেটবিডি ডেস্ক :

কানাডা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য বাড়ানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। এ প্রেক্ষিতে কানাডা দুদেশের বেসরকারি খাতের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশে কানাডার হাইকমিশনার মি. বেনোই প্রেফনটেইন এবং এফবিসিসিআই নেতৃবৃন্দের মধ্যে রবিবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় উপস্থিত ছিলেন।

সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে কানাডার ভিসা কনস্যুলার অফিসটি ঢাকায় আবার ফিরিয়ে আনারও অনুরোধ জানানো হয়।

কানাডা হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর ও উর্ধ্বতন ট্রেড কমিশনার মিস করিন পেট্রিসর এবং হাইকমিশনের ট্রেড কমিশনার মো: কামালউদ্দিনও বৈঠকে উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইনজামিল এবং সচিব আফসারুল আরিফিন আলোচনায় অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *