বাংলাদেশে উৎপাদিত ভুট্টা বিশ্বমানের : মার্কিন রাষ্ট্রদূত

165111_bangladesh_pratidin_Jhenidahস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কার্ল রবার্ট মিলার বলেন, বাংলাদেশে উৎপাদিত ভুট্টা বিশ্বমানের। আমেরিকা ও বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে বিশ্বমানের এই ভুট্টার উৎপাদন আরো বাড়াতে হবে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে কৃষকদের ভুট্টা ক্ষেত পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

এসময় তিনি আরো বলেন, আমেরিকা ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার প্রধান মাধ্যম হচ্ছে কৃষি।

মতবিনিময় কালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমেরিকা কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষির উন্নয়ন করছে। আর বাংলাদেশের কৃষকরাও যথেষ্ট পরিশ্রমী। তারাও তাদের শ্রম দিয়ে কৃষির আরো উন্নয়ন ঘটাবে ভবিষ্যতে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে আরো সহযোগিতায় এগিয়ে আসবে আমেরিকা। এতে করে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। চাষিরা ফসলের ভালো দাম পেয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে। সূত্র : বিডিপ্রতিদিন

এ সময় ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *