বাজারে নির্ধারিত দামেই মাংস বিক্রি হচ্ছে: আতিকুল

0000স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, গত সপ্তাহে বাজার পরিদর্শনের সময় আমি দেখেছি মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা। এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বর্তমানে বাজারে মাংসের যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামেই মাংস বিক্রি হচ্ছে।

রবিবার (১২ মে) বিকেলে রাজধানীর মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমি দেখেছি আজ বাজারে প্রচুর গরু সাপ্লাই রয়েছে। মাংসের মূল্য যেটা নির্ধারণ করা আছে, সেটিই ঠিক আছে। চালের দোকানেও ঠিক আছে। আমি মার্কেট ঘুরেছি। মার্কেট সমিতির সভাপতি আমাকে বলেছেন, যে মূল্য রয়েছে সেটা নিশ্চিত করছেন। আমি অনুরোধ করবো শুধু রমজান মাস নয়, আমরা ১২ মাস যেন খাদ্য ভেজালমুক্ত করে চলতে পারি।’

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এসেছি কয়েক মাস হলো। আমি সব কিছু বোঝার চেষ্টা করছি। মার্কেটের প্রতিনিধি যারা আছেন, তাদের আমি মনিটরিং করার চেষ্টা করবো। আমার জানামতে, আমাদের ৫টি বাজার মনিটরিং টিম কাজ করছে।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘রাস্তার মধ্যে কোনও দোকান চলতে দেওয়া হবে না। গত সপ্তাহে আমরা কিছু দোকান উচ্ছেদ করেছি। তারা আমাকে ফোন করেছেন। তারা থাকতে চান। আমি জানিয়ে দিয়েছি, তোমাদের চেলে যেতে হবে।’

মোহাম্মদপুর টাউল হল মাঠ দখল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, মাঠটি সুন্দরভাবে করার নির্দেশ দিয়েছি। আইনি যে জটিলতা আছে সেটা নিরসনের জন্য আমি আইন বিভাগকে নির্দেশ দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *