বাজেট ঘোষণার দিন থেকে ভ্যাট আইন কার্যকর : এনবিআর চেয়ারম্যান

nbrস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেট ঘোষণার দিন থেকে ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

বৃহস্পতিবার (০২ মে) সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশে বিনিয়োগ বাড়ানো যাতে ব্যবসায়ীরা সেই সুযোগ সুবিধা পায়। একই সঙ্গে আমদানির পাশাপাশি আমাদের রফতানির দিকেও নজর দিতে হবে।

তিনি বলেন, আমরা সব প্রস্তাবগুলো গুরুত্বে সঙ্গে নিয়েছি। আলাপ আলোচনা মাধ্যমে আগামী বাজেটে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান।

আলোচনায় ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *