বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিভাগীয় প্রধানদের কর্মসম্পাদন চুক্তি

commerce-ministryapaস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাণিজ্য সচিব শুভাশীষ বসুর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভাগ ও সংস্থার প্রধানরা এ চুক্তিতে সই করেন।

বাণিজ্য মন্ত্রালয়ের অধীন বিভাগগুলো হল- বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ ট্যারিফ কমিশন, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), আমদানি ও রপ্তানি অধিদপ্তর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়েন্ট স্টক কোম্পানি এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো।

এসব দপ্তর ও সংস্থার প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিক নিদের্শনা অনুযায়ী প্রতিবছর এ চুক্তি করা হয়।

বাণিজ্যমন্ত্রী এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করেন এবং দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া জাতীয় শুদ্ধাচার কৌশলে সফলতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কৃত করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বিডিনিউজ
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *