বিএসইসির সাথে সিএসই’র নতুন বোর্ডের সৌজন্য সাক্ষাত

BSEC-CSE-700x375স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম-এর নেতৃত্বে সিএসই এর নবগঠিত পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছে। বিএসইসির চেয়ারম্যান সিএসই এর নবগঠিত পরিচালনা পর্ষদকে স্বাগত জানান। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই বেশী। স্বতন্ত্র পরিচালকদের কর্মকান্ডের উপরই নির্ভর করে বিনিয়োগকারীদের আস্থা। সেই সাথে নির্ভর করে বাজারের গতিশীলতা। আমাদের সকলের উদ্দেশ্য শেয়ারবাজারকে সামনের দিকে এগিয়ে নেয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসিএর কমিশনার অধ্যাপক মো: হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, এফসিএমএ, খোন্দকার কামালুজ্জামান, ফরহাদ আহমেদ এবং নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম, মো: সাইফুর রহমান, মো: মাহবুবূল আলম ।

সিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্বিতে শেয়ারবাজারকে আরো গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। সময়োপযোগী কিছু পরিবর্তন শেয়ারবাজারকে আরো গাতিশীল করতে পারে যেমন নেটিং, এপিআই শেয়ারিং এবং টি প্লাস জিরো তে সেটেলম্যান্ট।

সিএসই’এর প্রতিনিধিদলে ছিলেন সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, এফসিএ,এফসিএমএ, ব্যারিষ্টার আনিতা গাজী ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী, মো. ছায়েদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং মহাব্যবস্থাপক ও সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মো. গোলাম ফারুক।

স্টকমার্কেটবিডি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *