মার্কেন্টাইল ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

mercantilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) । মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার আনসিকিউরেন্ড সাব-অর্ডিনেটেড ফ্লোটিং রেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মেয়াদ সাত বছর। এর বৈশিষ্ট্য হলো- আনসিকিউরেন্ড, নন-কনভার্টেবল, আনলিস্টেড ও রিডিমঅ্যাবল সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী বিনিয়োগকারী বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনতে পারবেন।

এ বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি ব্যাসেল থ্রি এর টায়ার টু এর শর্ত পূরণ করবে। বন্ডটির অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসাব কাজ করছে যথাক্রমে গ্রীণ ডেল্টা ইস্যুরেন্স কোম্পানি লিমিটে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *