বিকেএমইএর রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণসীমা বাড়ল

bkmeaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নিটওয়্যার উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের জন্য ঋণের সীমা দেড় কোটি ডলার থেকে বাড়িয়ে দুই কোটি ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যেরা এখন থেকে ইডিএফ থেকে কাঁচামাল ও যন্ত্রাংশ সংগ্রহের জন্য ২ কোটি ডলার পর্যন্ত ঋণ পাবে। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংক শাখার মাধ্যমে গ্রাহককে আবেদন করে এ ঋণ নিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *