বিজিএমইএ সময় পেল ৫ অক্টোবর পর্যন্ত

bgmeaবিশেষ প্রতিবেদক :

রাজধানীর হাতিরঝিল এলাকায় বিজিএমইএ ভবন থেকে কার্যালয় সরাতে এক বছর সময় চেয়ে সংগঠনটির পক্ষ থেকে করা আবদনের শুনানি আগামী ৫ অক্টোবর। সেদিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ তারিখ ধার্য করা হয়েছে।

আজ সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি এ তারিখ ধার্য করেন। সেই সঙ্গে ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষকে বেঁধে দেওয়া ছয় মাসের মেয়াদ আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

সংস্থাটির আইনজীবী বলেন, ফলে এ সময় পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে।

গত ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ’কে ভবন ভাঙতে ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন, যা কাল শেষ হচ্ছে। এর ঠিক এক দিন আগে বিজিএমইএর আবেদনের ওপর আদালত আজ এ আদেশ দিলেন।

গত ২৩ আগস্ট কার্যালয় অন্যত্র সরাতে আরও এক বছর সময় চেয়ে আবেদনটি করে, যা আজ চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *